ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইতিহাস ঐতিহ্যের চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা স্টেশন

আরিফুল ইসলাম
🕐 ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৫, ২০২০

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন যা আজ শুধু স্টেশন বলে পরিচিত তা মূলত নীলকর ইংরেজদের একটি কুঠি। এখান থেকে তারা এ অঞ্চলের নীলচাষের পরিকল্পনা ও পরিচালনা করত।

ভবনের ওপর থাকত ইংরেজ সাহেব। নিচতলার কামরাগুলো ছিল তাদের গুপ্তঘর বা জেলখানা। এই কামরাগুলো এমনভাবে নির্মিত যে, তার ভেতর আলো, বাতাস এমনকি বাইরের শব্দ পর্যন্ত প্রবেশ করতে পারত না।

যারা নীল চাষ করতে অস্বীকার করত তাদেরকে ধরে এনে কুঠির নিচতলায় আটকিয়ে রাখা হত এবং প্রয়োজনবোধে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হত। আজকের ‘রেলওয়ে স্টেশন’ নামে পরিচিত সেদিনের এই নীলকুঠিতে জানা-অজানা অনেক কলঙ্কময় ঘটনা ঘটেছে।

এর রেল স্টেশন ভবনে সংঘঠিত নীলকর সাহেবদের অত্যাচার আর নির্যাতনের স্মৃতি জনপদকে স্মরণ করিয়ে দেয় আলমডাঙ্গার বেদনাময় অতীতকে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper