যে কারণে বদলেছে নোকিয়ার লোগো
অনলাইন ডেস্ক
🕐 ১০:৫১ পূর্বাহ্ণ, মার্চ ০১, ২০২৩
প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে পুরোনো ভাবধারা থেকে এবার বেরিয়ে আসতে চলেছে নোকিয়া। ৬০ বছর পর প্রথমবারের মতো কোম্পানির আইকনিক লোগো বদলালো।
নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতি রয়েছে, যা থেকে ‘NOKIA’ শব্দটি গঠিত হয়েছে। আগে কোম্পানির লোগোতে শুধু নীল বোল্ড ও জেনেরিক লেটার ছিল। তবে এখন ব্যবহারকারীরা লোগোতে রঙিন আরও চাকচিক্য দেখতে পাবেন।
বর্তমানে অন্যান্য নতুন কোম্পানির তুলনায় নোকিয়ার মোবাইল ফোন বিক্রি কম। এখন কোম্পানি তাদের লোগো পরিবর্তন করে পরিবর্তনের ইঙ্গিত দিলো। নোকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ক বলেছেন, ‘কোম্পানি এখন আর কেবল স্মার্টফোন উৎপাদনকারী হিসেবে নিজের পরিচয় দিতে চায় না।
আমরা এখন একটি বাণিজ্যিক প্রযুক্তি কোম্পানি হিসেবে নিজেদের তুলে ধরব। নোকিয়া এখন বিভিন্ন ব্যবসায়িক বিকল্পে বিনিয়োগের সঙ্গে সম্প্রসারণের পরিকল্পনা করছে।’
স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য গ্যাজেটের দিকেও নজর দিচ্ছে নোকিয়া। এমনকি স্মার্টফোনগুলোতে আসছে নতুনত্ব। নতুন নোকিয়া এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে সবার। গ্রাহকদের মুগ্ধ করেছে এর রঙের ব্যবহার।
সূত্র : রয়টার্স