ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আ.লীগে একাধিক প্রার্থী, বিএনপি সুযোগসন্ধানী

তানজেরুল ইসলাম, গাজীপুর
🕐 ১০:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

রাজধানীর নিকটবর্তী গাজীপুর-১ আসন কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পার্শ্ববর্তী গাজীপুর সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত। আসনটি শিল্প অধ্যুষিত এবং ঘনবসতিপূর্ণ। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক হেভিওয়েট প্রার্থী। আসনটির বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকি আ ক ম মোজাম্মেল হকের কাছে পরাজিত হন। ২০১৪ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আসনটি থেকে ফের এমপি নির্বাচিত হন আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর নির্বাচন অফিস থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুর-১ আসনের অবস্থান দ্বিতীয়। মোট ভোটার ৬ লাখ ৬৫ হাজার ৫৪৫। পুরুষ ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪০৭ এবং নারী ভোটার ৩ লাখ ২৯ হাজার ১৩৮ জন। আসনটিতে স্থায়ী ভোটকেন্দ্র ২৩৪টি।

জানা গেছে, গাজীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম বাবুল, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার ও কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল দলীয় মনোনয়নপ্রত্যাশী।

আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা ইতোমধ্যে এলাকায় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ব্যাপক প্রচার-প্রচারণাসহ গণসংযোগ করে যাচ্ছেন। আসনটির অলিগলিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার, ফেস্টুন দেখা গেলেও দেখা খোঁজ মেলেনি বিএনপির কারও।

অপরদিকে, আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদের নাম শোনা যাচ্ছে। তবে মনোনয়নপ্রত্যাশী ওই নেতার কোনো প্রচার-প্রচারণার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, আসনটি থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী ছায়েদুল আলম বাবুলের নামে বিভিন্ন থানায় মামলা আছে অন্তত ৭টি। সর্বশেষ জয়দেবপুরে গাড়ি ভাঙচুর মামলায় তার নাম পড়েছে। যদিও তিনি তখন ছেলের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। আসনটি থেকে আরেক মনোনয়নপ্রত্যাশী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ। তবে তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।

আসনটির কালিয়াকৈর উপজেলায় ভোটারদের সঙ্গে আলাপকালে জানা গেছে, গত তিন যুগেরও বেশি সময় ধরে উপজেলার স্থানীয় কেউ সংসদ সদস্য হওয়ার সুযোগ পায়নি। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলাবাসীর দূরত্ব বেড়েছে। আবার অনেক ভোটার মনে করছেন আ ক ম মোজাম্মেল হক কেবিনেট মন্ত্রী। ব্যস্ততার পরও তিনি নির্বাচনী এলাকায় সময় দিয়েছেন।

তবে আসনটির গাজীপুর সিটি করপোরেশন অংশের কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকার ভোটারদের অভিযোগ, ২০০৮ সাল থেকে পাঁচ বছর এলাকায় স্থানীয় সংসদ সদস্যের তেমন একটা দেখা মেলেনি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper