ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নফল নামাজের উপকারিতা

খোলা কাগজ ডেস্ক
🕐 ১২:১৭ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন ইসহাক আলী, জয়পুরহাট থেকে।

নফল নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, উম্মে হাবীবা (রা.) বলেন, আমি রসুল (সা.) বলতে শুনেছি। তিনি বলেছেন, যে ব্যক্তি দিনরাতে ১২ রাকাত নামাজ (ফরজ ব্যতীত) আদায় করবেন এর বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মিত হবে। (মুসলিম)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রসুল (সা.) বলেন, ফরজের পর যে সর্বদা নফল আদায় করে সে আমার অধিক নৈকট্য অর্জন করতে পারবে। অবশেষে আমি তাকেই ভালোবাসতে থাকি।

অতঃপর আমি তার কান হয়ে যাই, যার দ্বারা সে শুনতে পায়। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে পাকড়াও করে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলাচল করে। আর সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই তা প্রদান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই আশ্রয় প্রদান করি। (বুখারি)

 
Electronic Paper