ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাকিমপুর পৌর নির্বাচন: কাউন্সিলর পদে দুই ভাইয়ের লড়াই

আনোয়ার হোসেন বুলু, হিলি
🕐 ৫:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

হাকিমপুর পৌর নির্বাচন: কাউন্সিলর পদে দুই ভাইয়ের লড়াই

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনে কাউন্সিলর পদে একই ওয়ার্ডে লড়ছেন আপন দুই ভাই।

হাকিমপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে দুইভাই জয়নাল আবেদীন জুয়েল ও সোহেল রানা প্রতিদ্বন্দ্বীতা করছেন। বড় ভাই জুয়েল ব্রিজ প্রতিক ও ছোট ভাই সোহেল ডালিম প্রতিক নিয়ে পুরো ৫নং ওয়ার্ড চষে বেড়াচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটাদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।

বড়ভাই জুয়েল বলেন, আমি এলাকার উন্নয়নের জন্য নির্বাচন করছি। আমি নির্বাচিত হলে ৫ ওয়ার্ডের অসহায় গরীব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করবো।

ওয়ার্ডে যেসব রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা নেই, সেই সব এলাকার বাকি কাজ করবো ছোট ভাই সোহেল রানা বলেন, জনগণ যেমন যোগ্য প্রার্থী চায়, আমার মাঝে তা সবই রয়েছে। আমি কথায় নই, কাজে বিশ্বাসী। আমি যদি ভাল হয়, তাহলে ওয়ার্ডবাসী আমাকে যোগ্য ভেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে শিক্ষার হার বাড়ানোর চেষ্টা করবো।

 

 
Electronic Paper