ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সময়ের স্ট্যাটাস

সত্যজিৎ বিশ্বাস
🕐 ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

একজন গর্বিত লেখক ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন : গ্রন্থাগার অধিদফতরের লেখক তালিকায় ঢুকলাম।
সেই স্ট্যাটাস দেখে কয়েকটি কমেন্ট-

এঞ্জেল জরিনা : অভিনন্দন লেখক সাহেব। কেমনে ঢুকলেন, লিংকটা দেবেন প্লিজ?
কান হেলাল : আহ, লেখক হতে পারলাম না এখনো।
রিপন ভিডিও : কীভাবে ডুকতে অয়, বাইয়া?
গুটি সম্রাট : ভাই, এখন থেকে সরকার কি আপনার বই প্রকাশ করবে?
রিকশার পাইলট : ঢুকতে পেরে আপনার অনুভূতি কেমন?
চৌধুরী সাহেব : তালিকায় নাম থাকলে কি মাসে মাসে ভাতা দেয়? মাসিক ভাতা কত দেয়, ইনবক্সে জানাবেন প্লিজ।
প্রিন্স কাবিলা : একলা একলাই ঢুকলেন? আমারে একটা ফোন দিলে আমিও তো আপনার সঙ্গে ঢুকতে পারতাম।
শয়তানের বাদশা : বেতন কত দেয় ভাই? ডিউটি আওয়ার কয় ঘণ্টা!
স্বপ্নের রানি : বাহ্?, দারুণ দেখালেন ভাই। সেলিব্রেশন পার্টি দেবেন কবে?
নীল কান্না কালো হাসি : এলাকায় আসেন ভাই। ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছি।
টেলেন্টেড বেয়াদব : আমার লিংকে ঢুকতে ভয় করে। অন্য কোনো উপায়ে ঢোকা যায় না?
ইমোশনাল কবি : এখানে কি শুধু লেখকরাই ঢুকতে পারে? কবিরা পারে না কেন!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper