ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
ক. ফ্যাদোমিটার খ. জাইরোকম্পাস
গ.সাবমেরিন ঘ. এ্যানিওমিটার
২. ক্রনোমিটার কি?
ক. সময় মাপার যন্ত্র
খ. রাস্তা মাপার যন্ত্র
গ. পানি মাপার যন্ত্র
ঘ. উত্তাপ মাপার যন্ত্র
৩. পাওয়ার থ্রেসার কি?
ক. দেহের প্রেসার মাপার যন্ত্র
খ. ধানমাড়াইয়ের মেশিন
গ. ধান শুকানোর মেশিন
ঘ. মরিচ ভাংগানোর মেশিন
৪. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র-
ক. ব্যারোমিটার
খ. ম্যানোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. পাইরোমিটার
৫. উড়োজাহাজের গতি নির্ণায়ক হয়-
ক. ক্রনোমিটার খ. ওডোমিটার
গ. ট্যাকোমিটার ঘ. ক্রোসকোগ্রাফ
৬. মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
ক) ৭০ ভাগ খ) ৭২ ভাগ
গ) ৭৩ ভাগ ঘ) ৮০ ভাগ
৭. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
ক) প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে
খ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ) নাইট্রোজেন সরবরাহ করে
ঘ) হাইড্রোজেন সরবরাহ করে
৮. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
ক) কাঁচা লৌহ খ) ইস্পাত
গ) অ্যালুমিনিয়াম ঘ) কোবান্ট
৯. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
ক) গামা রশ্মি খ) মাইক্রোওয়েভ
গ) অবলোহিত বিকিরণ
ঘ) আলোক তরঙ্গ
১০. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক) লৌহ খ) ইউরেনিয়াম
গ) প্লুাটোনিয়াম
ঘ) নেপচুনিয়াম
১১. কোন মাধ্যমে শকের গতি সবচেয়ে কম?
ক) শূন্যতায়
খ) কঠিন পদার্থে
গ) তরল পদার্থে
ঘ) বায়বীয় পদার্থে
১২. কম্পিটারের আবিষ্কারক হলেন
ক) রনজন খ) জন এল বিয়ার্ড
গ) হফম্যান ঘ) হাওয়ার্ড এইকেন
১৩. ইন্টারনেট কবে থেকে চালু হয়?
ক) ১৯৮১ সাল খ) ১৯৬০ সাল
গ) ১৯৭০ সাল ঘ) ১৯৬৯
১৪. দুধের বিশুদ্ধতা ও ঘনত্ব পরিমাপের যন্ত্র-
ক. ল্যাক্টোমিটার
খ. ব্যারোমিটার
গ. হাইড্রোমিটার
ঘ. এ্যানিমোমিটার
১৫. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
ক) সাদা খ) কালো
গ) লাল ঘ) হলুদ
১৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো
ক) নাইট্রোজেন গ্যাস
খ) মিথেন
গ) হাইড্রোজেন গ্যাস
ঘ) কার্বন মনোক্সাইড
১৭. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়
ক) পরমাণু খ) ইলেকট্রন
গ) অণু ঘ) প্রোটন
১৮. অলটিমিটার কি?
ক. তাপ পরিমাপক যন্ত্র
খ. উষ্ণতা পরিমাপক যন্ত্র
গ. গ্যাসের পরিমাপক যন্ত্র
ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র
১৯. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো
ক) দর্পণের কাজ করে
খ) অতশী কাচের কাজ করে
গ) লেন্সের কাজ করে
ঘ) প্রিজমের কাজ করে।
২০. কচুশাকে কোন খাদ্য উপাদান আছে?
ক. ভিটামিন-এ
খ. ভিটামিন-সি
গ. লৌহ
ঘ. ক্যালসিয়াম

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১। ক ২। ক ৩। খ ৪। খ ৫। গ ৬। গ ৭। খ ৮। গ ৯। খ ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। ক ১৫। গ ১৬। খ ১৭। ক ১৮। ঘ ১৯। ঘ ২০। গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper