ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চান সিপিবি নেতারা

নীলফামারী প্রতিনিধি
🕐 ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

ভারতের সঙ্গে জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ সময় সংগঠনের নেতারা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

কমিউনিস্ট পার্টি নীলফামারী জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টার দিকে জেলা শহরের কালিবাড়ী মোড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন, জেলা কমিটির সদস্য ম.আ. শামিম, মাহবুব ইসলাম, প্রিন্স চাকলাদার, দেলোয়ার হোসেন জাভিসকো, উদাস রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন বলেন, ‘জনগণের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৈশকালীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ লুটপাটের মহোৎসব করছে। ক্ষমতায় পাকাপোক্ত করে বসতেই জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে লুটেরা সরকার। তিস্তাসহ অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েও ফেনী নদীর পানি ভারতকে প্রদানসহ বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকিস্বরুপ হওয়ার পরও দেশের সমুদ্র উপকূলে ভারতের ২০ রাডার বসাতে ভারতের সঙ্গে চুক্তি করেছে তারা।’

জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস ক্ষমতাসীন আওয়ামী লীগকে দানব উল্লেখ করে বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীদেও হাতে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সরকারি দলের ফ্যাসিবাদী আক্রমনের দানবী রূপ ফুটে উঠেছে।’

তিনি সরকারকে হুমকি দিয়ে বলেন, ‘দ্রুত জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিল, ক্যাসিনো, ক্রাইম সি-িকেট ও লুটেরা চক্রের উচ্ছেদ এবং মেধাবী ছাত্র আবরার হত্যার বিচার করে ছাত্রলীগকে ছাত্র রাজনীতি থেকে নিষিদ্ধ করুন। নইলে দেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুললে কোথাও পালানোর রাস্তা পাবেন না।’

 
Electronic Paper