ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

অর্থনীতি প্রথমপত্র

শেখ আবু সাঈদ আবদুল্লাহ
🕐 ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অর্থনীতি প্রথমপত্র প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। যা বহুনির্বাচনী প্রশ্নোত্তরেও সহায়ক ভূমিকা রাখবে।
প্রশ্ন : PPC-এর পূর্ণ অর্থ লিখ।
উ : PPC-এর পূর্ণ অর্থ হলো- Production Possibility Curve.
প্রশ্ন : বাণিজ্য কয় প্রকার ও কী কী?
উ : বাণিজ্য মূলত দুই প্রকার- (ক) অভ্যন্তরীণ বাণিজ্য এবং
(খ) আন্তর্জাতিক বাণিজ্য।

প্রশ্ন : সমাজতান্ত্রিক অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখ।
উ: (ক) রাষ্ট্রীয় মালিকানা
(খ) কেন্দ্রীয় পরিকল্পনা এবং
(গ) শোষণহীন সমাজ।
প্রশ্ন : অভাবের প্রকৃতি অনুযায়ী অভাবকে কয়ভাগে ভাগ করা যায়?
উ : অভাবের প্রকৃতি অনুযায়ী অভাবকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা- (ক) প্রয়োজনীয় অভাব (খ) আরামপ্রদ অভাব এবং (গ) বিলাস দ্রব্যের অভাব।
প্রশ্ন : বিলাস দ্রব্য বলতে কী বুঝ?
উ: যেসব দ্রব্য অনাবশ্যক অথচ ঝাঁকজমকপূর্ণ বা মর্যাদা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় সেগুলোকে বিলাস দ্রব্য বলে।
প্রশ্ন : সম্পদের শ্রেণি বিভাগ কয়টি ভাগে ভাগ করা যায়?
উ: সম্পদকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা : (ক) ব্যক্তিগত সম্পদ (খ) সমষ্টিগত সম্পদ (গ) রাষ্ট্রীয় সম্পদ এবং (ঘ) আন্তর্জাতিক সম্পদ।
প্রশ্ন : দ্রব্য কী?
উ : যেসব বস্তুর উপযোগ আছে অর্থাৎ যেগুলো মানুষের অভাব পূরণ করতে সক্ষম সেগুলোকে অর্থনীতিতে দ্রব্য বলে।
প্রশ্ন : সঞ্চয় বলতে কী বুঝ?
উ : মানুষ তার আয়ের যে অংশ ভোগ থেকে বিরত রাখে তাকে সঞ্চয় বলে।
প্রশ্ন : ‘এডাম স্মিথ’ কোন ধরনের অর্থনীতিবিদ?
উ : ক্লাসিক্যাল।
প্রশ্ন : ‘অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা কর।’- এটি কার সংজ্ঞা?
উ : অধ্যাপক মার্শাল।
প্রশ্ন : কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তি থাকে?
উ : পুঁজিবাদি অর্থব্যবস্থায়।
প্রশ্ন : কোন সমাজব্যবস্থার মূলে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে?
প্রশ্ন : ইসলামি সমাজ ব্যবস্থার মূলে।
প্রশ্ন : বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
উ : মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।
প্রশ্ন : আধুনিককালে অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উ : আধুনিককালে অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- (ক) ব্যষ্টিক অর্থনীতি ও (খ) সামষ্টিক অর্থনীতি।
প্রশ্ন : অর্থনীতির মৌলিক সমস্যা মূলত কয়টি?
উ : তিনটি।
প্রশ্ন : অর্থনৈতিক ব্যবস্থাগুলো কয় প্রকার?
উ : চার প্রকার।
প্রশ্ন : সমাজতান্ত্রিক অর্থনীতির প্রবক্তা কে?
উ : কার্ল মার্কস।
প্রশ্ন : রাশিয়ায় প্রথম সমাজতন্ত্র এসেছিল কত সালে?
উ : ১৯১৭।
প্রশ্ন : মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের কী কী বজায় থাকে?
উ : রাষ্ট্রীয় মালিকানা ও ব্যক্তি মালিকানা।
প্রশ্ন : ইসলামী অর্থনীতির মূল উৎস কয়টি?
উ : পবিত্র কুরআন ও হাদিস।
প্রশ্ন : ইসলামী অর্থনীতিতে পৃথিবীর সকল সম্পদের মালিক কে?
উ : মহান আল্লাহ্ তায়ালা।
প্রশ্ন : অভাব মূলত কয় প্রকার?
উ : তিন প্রকার।
প্রশ্ন : সম্পদের বৈশিষ্ট্য কয়টি?
উ : চারটি।

শেখ আবু সাঈদ আবদুল্লাহ
প্রভাষক, অর্থনীতি বিভাগ
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় কুমিল্লা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper