ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায়

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:০০ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৯

বিষয়টি জানতে চেয়েছেন আব্দুর সবুর, দিনাজপুর থেকে।

আল্লাহতায়ালা কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, ‘যারা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে ইমানের স্বীকৃতি দেবে, আল্লাহতায়ালা তাদের দুনিয়ার যাবতীয় অন্যায় ও অপরাধ থেকে ক্ষমা করবেন। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইমানের স্বীকৃতি লাভের শর্তে মানুষকে সব অন্যায় থেকে ক্ষমা ও জাহান্নামের আগুন থেকে মুক্তির পথ দেখিয়েছেন।

আল্লাহতায়ালার ক্ষমা লাভ ও জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের দোয়া হলো

উচ্চারণ : ‘রাব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াকিনা আজাবান্নার’ (সূরা আল-ইমরান-১৬)।

অর্থ : হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা (আপনার প্রতি) ইমান এনেছি, সুতরাং আপনি আমাদের গোনাহ মাফ করে দেন এবং দোজখের আগুন থেকে হেফাজত করুন।’

মুসলিম উম্মাহর উচিত শিরকমুক্ত ইমানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা। সব ধরনের অন্যায় তথা গোনাহ থেকে মুক্তি থাকার সর্বোচ্চ চেষ্টা করা। জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করা।

আল্লাহতায়ালা মুসলিম উম্মাহকে প্রকৃত ইমানদার হিসেবে কবুল করুন, আমিন।

 
Electronic Paper