ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আগামী নির্বাচনে ফর্মুলা একটাই: খসরু

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:৩৫ অপরাহ্ণ, জুন ১২, ২০১৮

আগামী নির্বাচনের ফর্মুলা একটাই বলে স্পষ্ট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনের একটি ফর্মুলা সেটা হচ্ছে, নির্বাচনে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং সেই ফলশ্রুতিতে জনগণের নির্বাচিত সরকার সংসদ গঠন করবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সুশীল ফোরাম আায়োজিত ‘সংবাদপত্রের কালো দিবস ও গণমাধ্যমের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, ‘শুধুমাত্র এই প্রক্রিয়া নিশ্চিত হলেই আগামী দিনে নির্বাচন হবে, এর বাইরে আর কোনো সুযোগ নেই।’
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রতিনিয়ত গণমাধ্যমে ‘কালো দিবস’ হয় মন্তব্য করে খসরু বলেন, ‘তারা ক্ষমতায় থাকা মানে গণমাধ্যমের খারাপ নিউজ পাওয়া, একনায়কতন্ত্র কায়েম করা আর গণমাধ্যমকর্মী সাংবাদিকদের হত্যা, সংবাদপত্র-টিভি চ্যানেল বন্ধ করে দেয়া।'
তিনি আরও বলেন, ‘সরকারের কিছু সংস্থা গণমাধ্যমের ওপর চেপে বসে আছে এবং ভিন্নমত ভিন্ন কিছু তুলে ধরলেই গণমাধ্যমকর্মীদের শাস্তি পেতে হচ্ছে, উচ্চমূল্য দিতে হচ্ছে।'
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ বক্তৃতা করেন।

 
Electronic Paper