ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নারী উদ্যোক্তাদের সফলতা

ফাহমিদার দেশীয় পণ্য ব্যবহারের আহবান

বিবিধ ডেস্ক
🕐 ২:০৮ অপরাহ্ণ, জুলাই ০৮, ২০২০

ছোটবেলা থেকেই দেশীয় পণ্য তাকে খুব টানত। তাই ব্যবসা করার কথা যখন ভাবলেন তখন দেশীয় পণ্যকেই বেছে নিলেন। বিদেশি গর্জিয়াস পোশাকের ভিড়ে তার রুচিশীল দেশীয় পোশাক ক্রেতা সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে। বলছিলাম ফাহমিদা সাহেদের কথা।

তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইনস্টিটিউট অব মেরিন সাইন্সে অনার্স, মাস্টার্স করেছেন। দুই কন্যা সন্তানের জননী।

পাশাপাশি একটি স্কুলে বারো বছর ধরে শিক্ষকতা করছেন। পড়াশোনাকালীন ফাহমিদার বিয়ে হয়ে যায়। ভালো বিষয়ে পড়াশোনা করা সত্ত্বেও সংসার, বাচ্চাদের দেখার জন্য নয়টা-পাঁচটার চাকরি তার করা হয়ে ওঠেনি। ফাহমিদা বলেন, বাচ্চারা একটু বড় হওয়ার পর দু’বছর আগে শুরু করলাম এই অনলাইন বিজনেস। যাতে যদ্দুর সম্ভব সংসারে সময় দিয়ে কাজ করতে পারি।

বিভিন্ন তৈরি পোশাকের মেলায় ফাহমিদা অংশ নেন। তার এই কাজে পরিবার সহায়তা করে বলে তিনি জানান। মেলায় বেশিরভাগ থাকে বিদেশি পণ্য। তবে এর মধ্যে রুচিশীল ক্রেতারা তার দেশীয় পণ্য বেছে নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা সত্যিকারের রুচিশীল তারা ঠিকই দেশি তাত কাপড়ের মূল্য বোঝে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper