ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লালন বলে জাতের কী রূপ

গুরু সিরাজ সাঁই

বিবিধ ডেস্ক
🕐 ২:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

‘দিব্যজ্ঞানী যে জন হলো/নিজতত্ত্বে নিরঞ্জন পেলো/সিরাজ সাঁই লালন রৈলো/জন্ম-অন্ধ মন-গুনে।’ লালনের গানে সিরাজ সাঁইর নাম।

সিরাজ সাঁই ছিলেন বাঙালি বাউল সাধক এবং দার্শনিক, যিনি ফকির সিরাজ, দরবেশ সিরাজ, সিরাজ সাঁই, সিরাজ শাহ ইত্যাদি নামেও পরিচিত। তিনি বাউল গানের প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য।

বাউল সম্রাট লালন তার কাছে বাউলধর্মে দীক্ষিত হন এবং জীবদ্দশায় লালন তার বহু গানে সিরাজ সাঁইয়ের কথা উল্লেখ করেন। লালনের গুরু হিসেবেই পরবর্তীতে তিনি পরিচিতি লাভ করেন। বাংলাদেশের কুষ্টিয়া জেলার হরিশপুর গ্রামে সিরাজ সাঁইয়ের সমাধি অবস্থিত।

এ প্রসঙ্গে আবুল আহসান চৌধুরী তার ‘লালন সাঁইয়ের সন্ধানে’ বইয়ে লিখেছেন, ‘লালন সাঁই বাউলসাধনার সিদ্ধ-পুরুষ। কাহার-সম্প্রদায়ভুক্ত সিরাজ সাঁইয়ের কাছে দীক্ষা গ্রহণের পর তার প্রকৃত সাধকজীবনের সূচনা। (পৃষ্ঠা, ২৩)।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper