ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভূগর্ভে হোক বৈদ্যুতিক লাইন

শ্যামলী তানজিন অনু
🕐 ৮:২৯ অপরাহ্ণ, জুন ০৩, ২০২০

নাগরিক হিসেবে কে না চায় একটি সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ। পরিপাটি সাজানো গোছানো দেশ সকলেরই কাম্য। কিন্তু নানা কারণে দেশটি সুন্দর হয়েও যেন হয়ে ওঠে না। তার মধ্যে একটি অন্যতম কারণ ছড়ানো ছিটানো বৈদ্যুতিক লাইন। দেশের সর্বত্র চোখ মেললেই দেখা যায় মাকড়সার জালের মতো বৈদ্যুতিক ক্যাবলের জঞ্জাল।

সৌন্দর্যহানির পাশাপাশি এর ফলে ঘটছে নানান দুর্ঘটনা। ঝরে যাচ্ছে অনেক প্রাণ। আবার দেখা যায় আবহাওয়ার অবস্থা খারাপ কিংবা আকাশে মেঘ দেখা দিলেই মেলে লোডশেডিংয়ের যন্ত্রণা। এরই ফলে প্রায় দেড় বছর আগে বৈদ্যুতিক কানেকশন আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছিল সিলেটে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টের অর্থায়নে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগ প্রকল্পটি শুরু করা হয়। দেশে প্রথম নগরী হিসেবে কাজটি সিলেটে শুরু হলেও এর মধ্যে আর কোথাও এমন উদ্যোগের দেখা মেলেনি। তাই পরিষ্কার পরিচ্ছন্ন দেশ গড়তে ও দুর্ঘটনা এড়াতে সারা দেশে মাটির নিচে বৈদ্যুতিক লাইন স্থাপন করা জরুরি।

শ্যামলী তানজিন অনু, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

[email protected]

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper