ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জয় হোক মানুষের

সোমা মুৎসুদ্দী
🕐 ৮:২৬ অপরাহ্ণ, জুন ০৩, ২০২০

করোনাভাইরাসের কারণে বাংলাদেশে হানা দিয়েছে মৃত্যু। প্রতিদিনই দেখা যাচ্ছে মৃত্যুর মিছিল। এরই মাঝে ভেঙে পড়েছে অর্থনীতি, শিক্ষাখাত। বন্ধ হয়েছে অফিস, আদালত, কলকারখানা, সর্বোপরি পোশাক শিল্প, যা একটি দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখে।

করোনার জন্য ঘটছে নানা মানবিক বিপর্যয় এমনকি সামনে আইনশৃঙ্খলা নষ্ট হওয়ারও আশঙ্কা আছে। করোনা সাধারণত মানুষের স্পর্শের মাধ্যমে ছড়ায়। করোনা আক্রান্ত মানুষ যাকে স্পর্শ করবে তারও করোনা হবে এবং এভাবেই এটা একসঙ্গে অনেক মানুষকে আক্রান্ত করার ক্ষমতা রাখে।

এরই মাঝে করোনার করাল গ্রাসে পুলিশ, ডাক্তার, সাংবাদিকসহ ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। কাজেই অসাবধানতায় আমরা আর লাশের সারি দেখতে চাই না। আমার আপনার সচেতনতাই পারে এই ভয়ংকর খুনিকে রুখতে। আসুন আমরা সবাই নিয়ম মেনে চলি ও যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই। তবেই করোনার হবে পরাজয়, জয় হবে সকল মানুষের।

সোমা মুৎসুদ্দী, চট্টগ্রাম

[email protected]

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper