ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাপাসিয়ায় মুরগির বর্জ্য সরাসরি নদীতে কেন

শামীম শিকদার
🕐 ৮:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

গাজীপুরের কাপাসিয়া উপজেলার খেয়াঘাট এলাকা দিয়ে সদর বাজারের ১০-১২টি মুরগির দোকানের যাবতীয় মুরগির বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি ফেলা হচ্ছে বানার নদীতে। বহুবার গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও এ বিষয়ে টনক নড়েনি উপজেলা প্রশাসনের। বাজার কমিটিও সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করছে। খেয়াঘাট এলাকা দিয়ে ময়লা ফেলার কারণে পচা দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী। প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। বর্জ্যরে কারণে স্থানীয় মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।

নদী দিয়ে চলাচল করার সময় পানিতে মুরগির পা ও পাখনা ভেসে থাকতে দেখা যায়। নিয়মিত ড্রেন পরিষ্কার না করার ফলে ড্রেনে ময়লা আটকে দুর্গন্ধের নাকাল পথচারী। অসহায়ের মতো চলাচল করছে সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের এমন রহস্যজনক নীরবতায় দূষিত হচ্ছে নদীর পানি। জনদুর্ভোগ লাগবে ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

শামীম শিকদার, ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper