ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাঠকের চিঠি

যত্রতত্র হর্ন বাজানো বন্ধ করুন

ইমাম হোসেন
🕐 ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৩, ২০২০

বাড়ি থেকে রাস্তায় বের হলে মোটরসাইকেল বা গাড়িতে যত্রতত্র হর্ন লাগিয়ে শব্দদূষণ করার অভিযোগ অহরহ শোনা যায়। প্রতিনিয়ত সড়ক-মহাসড়কে অযথা হর্ন বাজানো গাড়িচালকদের নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

মনে হয় গাড়ি চালকরা হর্ন বাজানোর প্রতিযোগিতায় নেমেছে। ২০১৭ সালে ২৩ আগস্ট হাইকোর্ট যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও চালকরা সেই আইন মানতে নারাজ।

উইকিপিডিয়ার তথ্যমতে, একজন মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০-৫০ ডিবি পর্যন্ত। এমন অনেক হর্ন রয়েছে, যে হর্নগুলো ৬০ ডিবি থেকে শুরু করে ১২০ ডিবি পর্যন্ত শব্দ উৎপন্ন করে।

সাধারণত ৬০ ডিবি শব্দ মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডিবি শব্দ সম্পূর্ণ বধিরতা সৃষ্টি করতে পারে। এ ধরনের হর্ন শব্দদূষণের এবং স্বাস্থ্যহানির অন্যতম কারণ। প্রশাসনের উচিত, হাইড্রোলিক হর্ন কেনাবেচা বন্ধ করা এবং সব যানবাহন চালকের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে কারণে অকারণে হর্ন বাজানো ক্ষতিকর দিক তুলে ধরা।

ইমাম হোসেন, মীরসরাই, চট্টগ্রাম
[email protected]

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper