ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেনিয়া সফরে যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:১৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম কেনিয়ায় অনুষ্ঠেয় ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে আজ শনিবার রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের শনিবার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশটির রাজধানী নাইরোবিতে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের সরকারি বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে।

অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অধিবেশনে রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়নবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। রোহিঙ্গা সমস্যার ওপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

 
Electronic Paper