ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিবন্ধী কোটা বহাল: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা, ২০১৫ এর আলোকে প্রতিবন্ধীবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে করে প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিতে পূর্বের কোটা ব্যবস্থা বহাল থাকছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনে যে বিধি (প্রভিশন) আছে, তা বাতিল হয়নি। প্রশাসনিক নির্দেশ দিয়ে আইন কখনো ডিঙানো (সুপারসিট) হয় না। আমাদের এই অংশটা প্রশাসনিক ব্যবস্থা হবে।’

প্রতিবন্ধীদের জন্য কত শতাংশ কোটা থাকছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে যা ছিল সেটিই থাকবে। এই শতাংশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেটিই অনুসরণ করা হবে।’

 
Electronic Paper