ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কু‌ষ্টিয়া প্রতিনি‌ধি
🕐 ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ০৬, ২০২৪

ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় না‌ফিস আহ‌মেদ তুষার(২৮) না‌মে এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

শুক্রবার, ৫ এপ্রিল রাত সা‌ড়ে ১০টার দি‌কে রাজশাহী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে যাওয়ার প‌থে তার মৃ‌ত‌্যু হ‌য়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপ‌জেলার মোকা‌রিমপুর ইউনিয়‌নের গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম ক‌রে। তুষার মোকা‌রিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক।

নিহ‌তের পিতা র‌বিউল ইসলাম র‌বি মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন,শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোলাপনগর বাজারের পাশে দুর্বৃত্তরা তুষার‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নি‌য়ে গে‌লে সেখান থে‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড ক‌রা হয়। রাজশাহী যাওয়ার প‌থে তুষা‌রের মৃত‌্যু হয়।

তি‌নি জানান, আমার ছে‌লে ঢাকার এক‌টি বেসরকারী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের দ্বিতীয় ব‌র্ষের ছাত্র। ১৭ রোজায় ছু‌টি‌তে সে ঢাকা থে‌কে বা‌ড়ি‌তে এসে‌ছে। সংবাদ শোনার স‌ঙ্গে স‌ঙ্গে আমি স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চ‌লে গে‌ছি। সেখান থে‌কে রাজশাহী। বা‌ড়ি গি‌য়ে ভা‌লো ক‌রে জে‌নে বল‌তে পার‌বো আমার ছে‌লেকে কারা হত‌্যা ক‌রে‌ছে।

ভেড়ামারা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের কর্তব‌্যরত চি‌কিৎসক রেজাউল ক‌রিম ব‌লেন,ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে আহত ঐ যুব‌কের দুই পা‌য়ের রগ কে‌টে রক্তক্ষরণ হ‌চ্ছিল। তাছাড়া পি‌ঠে একা‌ধিক গভীর ক্ষ‌তের ‌চিহৃ ছিল। প্রাথ‌মিক চি‌কিৎসা‌ দি‌য়ে তা‌কে রাজশাহী‌তে রেফার্ড করা হ‌য়ে‌ছিল।

এদি‌কে জাসদ ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর থে‌কে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জেলা জাসদের সাংগঠ‌নিক সম্পাদক অসিত সিংহ রায় জানান, তুষার ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক। তার বাবাও ইউনিয়ন জাস‌দের সাংগঠ‌নিক সম্পাদক। সুষ্ঠ তদন্তসহ তুষার হত‌্যার প্রতিবাদ জানা‌চ্ছি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জ‌হিরুল ইসলাম ব‌লেন, হত‌্যার সা‌থে জড়িত‌দের ধর‌তে পু‌লি‌শের অ‌ভিযান অব‌্যাহত রয়ে‌ছে। তাছাড়া এলাকায় অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

 

 
Electronic Paper