ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে আড়াই কেজি সোনা উদ্ধার, পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
🕐 ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে আড়াই কেজি সোনা উদ্ধার, পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত সোনা পাচারকারী আকরাম হোসেন উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বাগানপাড়ার মৃত আব্দুস সত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকালে গোপন সূত্রে সংবাদ পাই জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত এলাকার ঠাকুরপুর বাগানপাড়ার মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলার নীচে অ্যামবুশ করে।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিজিবির টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। এসময় মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত মোটরসাইকেল চালক আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সাথে লুঙ্গির ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। পরে প্যাকেটের ভিতর হতে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করে।

পরবর্তীতে বিজিবির সশস্ত্র টহল দলের সদস্যগণ মোটরসাইকেলসহ ৮টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হন। এ ঘটনায় সুবেদার মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করলে আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তরপূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
Electronic Paper