ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিশু হত্যা : আসামি সোহাগকে আমৃত্যু কারাদণ্ড

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা
🕐 ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৪

শিশু হত্যা : আসামি সোহাগকে আমৃত্যু কারাদণ্ড

চুয়াডাঙ্গায় শিশু রুবেল হোসেনকে হত্যার দায়ে আসমি মো. সোহাগ হোসেনকে যাবজ্জীবন (আমৃত্যু) সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী এই রায় ঘোষণা করেন।

নিহত রুবেল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে এবং আসামি সোহাগ একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ জুন বিকেলে আসামি সোহাগ কৌশলে রুবেলকে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের একটি খেজুর বাগানে নিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা ইয়ামিন আলী পরদিন চুয়াডাঙ্গা সদর থানায় সোহাগের নামে হত্যা মামলা দায়ের করেন। আসামি সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আলোচিত এ মামলায় ২১ জন স্বাক্ষীর মধ্যে ১৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসূলি সহকারী পাবলিক প্রসিকিউটর এসএম শরীফউদ্দিন হাসু জানান, বয়স বিবেচনায় আসামির বিরুদ্ধে আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

 
Electronic Paper