খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো
🕐 ৮:০৯ অপরাহ্ণ, মার্চ ০৬, ২০২৩

খুলনার দিঘলিয়ায় মাইনুল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে এ হত্যাকাল্ডের ঘটনা ঘটে। নিহত মাইনুল দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের রেজার মোড়ের মিজানুর রহমানের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে ৪-৫জন সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে মাইনুলকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মাইনুলের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
তবে, এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি। নিহত মাইনুল নামে একাধিক মামলা রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
