নতুন ভোটারদের শুভেচ্ছা জানালো যশোর আ. লীগ
নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০১ অপরাহ্ণ, মার্চ ০৫, ২০২৩

“নবীন ভোটারের ভোট নৌকায় হোক”-এই স্লোগানে চৌগাছা উপজেলার নতুন ভোটাদের মাঝে শুভেচ্ছাপত্র বিলি কার্যক্রমের উদ্বোধন করেছেন যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোস্তফা আশীষ ইসলাম।
শনিবার বিকেলে যশোর চৌগাছা পৌর এলাকায় চৌগাছা মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মোস্তফা আশীষ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে আসছেন। ২০০১ সালে বিএনপি ভুয়া ভোটার তৈরির মাধ্যমে ফের ক্ষমতায় আসতে চেয়েছিল।
তিনি বলেন, এখন আর লাইনে দাঁড়িয়ে ভোটার হতে হয় না। ডিজিটাল বাংলাদেশে ঘরে বসে অনলাইনেই সব করা যাচ্ছে। এ উপজেলার ১১ হাজার ৪৫২ জন নতুন ভোটারের কাছে শুভেচ্ছাপত্র পৌঁছে দেবে স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম শফিকুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ কার্যনিবাহী সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
