ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুলনায় ডেঙ্গু জ্বরে কিশোরীর মৃত্যু, চিকিৎসাধীন ৫৪

খুলনা ব্যুরো
🕐 ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

খুলনায় ডেঙ্গু জ্বরে কিশোরীর মৃত্যু, চিকিৎসাধীন ৫৪

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার রোববার (২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ফিরোজা বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের আলী শেখের মেয়ে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ফিরোজা নামে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন রোগী আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে হাসপাতলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে খুলনা জেলার ১২ জন ও বিভিন্ন জেলা থেকে স্বাগত ৪২ জন রোগী রয়েছেন।

তিনি আরও জানান, চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭১ জন ভর্তি হয়েছিল। যার মধ্যে ৫০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৮ জন মারা গেছেন।

 
Electronic Paper