ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:০৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। তবে এতে সুনামির আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, শনিবার লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এবং ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। এর কিছু সময় পর ওই একই এলাকায় ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের মূল কেন্দ্রের কাছাকাছি এলাকা ক্যাটালাগান মিউনিস্যপলিটির পুলিশ মেজর রনি অরেলানো বলেছেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। আমরা সতর্ক আছি।

ফিলিপাইনের ভূমিকম্প সংস্থা বলেছে, তারা ক্ষয় ক্ষতির আশঙ্কা করছে না।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ানিং সিস্টেম বলছে, সুনামি হওয়ারও কোনো আশঙ্কা নেই।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর উপর অবস্থান হওয়ায় ফিলিপাইন খুবই ভূকম্পপ্রবণ এলাকা। এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়।

 
Electronic Paper