ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাড়িচাপায় কলকাতায় নিহত ২ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

পশ্চিমবঙ্গের কলকাতায় জাগুয়ারের চাপায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন কাজী মুহম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (৩০)। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

গত শুক্রবার রাতে একটি বেপরোয়া জাগুয়ার গাড়ি তাদের পিষ্ট করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত অনুযায়ী, গাড়িটি কলকাতার বিড়লা প্লানেটোরিয়ামের দিক থেকে শেকসপিয়র রোড ধরে কলামন্দিরের দিকে যাচ্ছিল। লাউডন স্ট্রিটের ক্রসিংয়ের মুখে জাগুয়ারটি সেখানে দাঁড়িয়ে থাকা মার্সিডিজ গাড়িকে সজোরে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই বাংলাদেশিকে চাপা দেয় গাড়িটি। গুরুতর আহত অবস্থায় পিজি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, মইনুল আলমের বাড়ি ঝিনাইদহে আর ফারহানার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। এ ঘটনায় মার্সিডিজের চালক ও আরোহী আহত হয়েছেন। তবে জাগুয়ারের চালক পলাতক।

কলকাতা পুলিশ জানিয়েছে, গাড়িটি কলকাতার নামি একটি রেস্তোরাঁর নামে নিবন্ধন করা। সিগন্যাল অমান্য করে জাগুয়ারটি দ্রুতগতিতে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত চলছে।

 
Electronic Paper