ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাশ্মিরে সরকার ছাড়ল বিজেপি, মুখ্যমন্ত্রীর ইস্তফা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৮

কাশ্মিরের সরকার ছাড়ল বিজেপি। এরপর গতকালই ইস্তফা দেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিঁড়ে বেরিয়ে এল বিজেপি। বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব জানান, জম্মু-কাশ্মিরে পিডিপির সঙ্গে পথচলা অসম্ভব হয়ে পড়েছে। সরকার থেকে সরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিজেপি নেতা রাম মাধব বলেন, উপত্যকায় সন্ত্রাস, হিংসা এবং মৌলবাদ বেড়েছে। এর ফলে সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারকে খর্ব হচ্ছে। সাংবাদিক শুজাত বুখারির খুন তার উদাহরণ।
তিনি জানান, কাশ্মিরের মন্ত্রিসভা থেকে বিজেপির সকল সদস্য আজই (মঙ্গলবার) পদত্যাগ করবেন। তবে দেশের নিরাপত্তা এবং সংহতির মতো বৃহৎ স্বার্থকে মাথায় রেখে বলতেই হয়, জম্মু-কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ। সে কারণেই আমরা সরকার থেকে সরে এসে রাজ্যের ভার রাজ্যপালের হাতে তুলে দিতে চেয়েছি।
তিনি আরো বলেন, আদর্শগত মিল না থাকা সত্ত্বেও উপত্যকায় বিজেপি পিডিপির সঙ্গে হাত মিলিয়েছিল কেবল জনগণের রায়কে সম্মান জানাতে। না হলে, সেই সময়েই রাজ্যপালের শাসনে চলে যেত। বিজেপির সরকার ছাড়ার ঘোষণা দেওয়ার পর মেহবুবা মুফতি রাজ্যপাল এন এন ভোহরার কাছে পদত্যাগপত্র জমা দেন।
জানা গেছে, রমজানে অস্ত্রবিরতির পর সামরিক অভিযান নিয়ে বিজেপি এবং পিডিপির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। সামরিক অভিযান না থাকায় সেখানে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে মনে করা হচ্ছে। সেনা সদস্য আওরঙ্গজেবকে হত্যা করা হয়েছে।

 

 
Electronic Paper