ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উত্তাল সমুদ্রে প্রমোদতরীর ইঞ্জিন বিকল

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৪০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

নরওয়ের পশ্চিমাঞ্চলীয় উপকূলে ঝড়ো আবহাওয়ার মধ্যে উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক হাজার ৩০০ আরোহীসহ সংকটে পড়েছে একটি বিলাসবহুল প্রমোদতরী।ক্রুইজ শিপটির ইঞ্জিনে সমস্যা হয়েছে এবং জাহাজটির সব আরোহীকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে নরওয়ের মোর অগ রমসডাল কাউন্টির পুলিশ, খবর বিবিসির।

নরওয়ের সমুদ্র উদ্ধার সংস্থা জানিয়েছে, উঁচু ঢেউ ও প্রবল বাতাসের মধ্যে বিকল হয়ে পড়া এমভি ভাইকিং স্কাই থেকে বিপদের বার্তা পাঠানো হয়েছে। পাঁচটি হেলিকপ্টার ও কয়েকটি জাহাজ উদ্ধারকাজে অংশ নিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর মধ্যে সাগরের ওই এলাকায় হাগল্যান্ড ক্যাপ্টেন নামের একটি মালবাহী জাহাজও বিকল হয়ে পড়েছে এবং জাহাজটির ক্রুদের উদ্ধারে ওই পাঁচটির মধ্যে দুটি হেলিকপ্টার সেদিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে সাগরে প্রবল ঢেউয়ের মধ্যে ইঞ্জিন বিকল হয়ে একটি ক্রুইজ শিপ সংকটে পড়েছে, এ খবর প্রথম পাওয়া যায়। তারপর থেকে জাহাজটি একটি ইঞ্জিন চালু করতে সক্ষম হয়েছে এবং উপকূল থেকে কিছুটা এগিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে।

 
Electronic Paper