ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রেক্সিট ইস্যু

ভোট দিতে সিজারিয়ান টেবিলে যাওয়ার সময় পেছালেন টিউলিপ সিদ্দিক

আন্তর্তজাতিক ডেস্ক
🕐 ৩:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ব্রেক্সিট ইস্যুর ভোটে অংশ নিতে দেরিতে সন্তান প্রসবের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য মঙ্গলবার (১৫ জানুয়ারি) হাসপাতালে ভর্তি না হয়ে পার্লামেন্টে ভোট দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র আহ্বানে, ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকবে কিনা সেই ইস্যুতে আজ মঙ্গলবার পার্লামেন্টে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে।

টিউলিপ সিদ্দিক জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার এই সিদ্ধান্তের বিষয়ে ডেইলি মেইল জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের আজ-কালের মধ্যে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল। এ জন্য উত্তর লন্ডনের একটি হাসপাতালে আজই লেবার ওয়ার্ডে ভর্তি হওয়ার কথা ছিল তার। তবে সেই হাসপাতালে সন্তান প্রসবের জন্য যাওয়ার বদলে আজ ব্রেক্সিট ইস্যুতে ভোট দেওয়াকে বেশি গুরুত্ব দিয়েছেন টিউলিপ। এ জন্য এই অপারেশন দু’দিনের জন্য পিছিয়ে দিয়েছেন তিনি।

ঝুঁকিপূর্ণ এ সিদ্ধান্তের বিষয়ে টিউলিপ সিদ্দিক বলেন, ‘চিকিৎসকের পরামর্শের থেকে একদিন পরেও যদি আমার সন্তান পৃথিবীতে আসে, কিন্তু সেটি যদি ব্রিটেন ও ইউরোপের মধ্যে শক্তিশালী সম্পর্কের একটা পৃথিবীতে আসার জন্য হয়, তাহলে এই যুদ্ধ সার্থক হবে।’

তিনি আরও বলেন, ‘যখন এই সিদ্ধান্ত নিয়েছি- তখন আমি আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবেছি, এই পৃথিবীতে তার ভবিষ্যত নিয়ে ভেবেছি।’

 
Electronic Paper