ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় আক্রান্ত মার্কিন কণ্ঠশিল্পী কালি শোর

খোলা কাগজ ডেস্ক
🕐 ৫:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ০১, ২০২০

বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন মার্কিন কণ্ঠশিল্পী কালি শোর। সম্প্রতি এক টুইটবার্তায় কালি শোর বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

২৫ বছর বয়সী এই গায়িকা বলেন, তিন সপ্তাহ ধরে কোয়ারেন্টিনে থাকার পরও আমি করোনায় আক্রান্ত হয়েছি। প্রথম কয়েকদিন খুব যন্ত্রণাদায়ক ছিল। তবে এখন আমি উল্লেখযোগ্যভাবে ভালো আছি। কিন্তু এটা যে কতটা ছোঁয়াচে তার প্রমাণ কিন্তু পেলাম। তবে মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে না দেখে আমি হতাশ।

বিশ্বজুড়ে ৮ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ।

 
Electronic Paper