ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৬:০৫ অপরাহ্ণ, মে ০৩, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. ‘মাদাগাস্কার’ দ্বীপটি কোথায় অবস্থিত?

ক. প্রশান্ত মহাসাগরে

খ. জাপানে

গ. ভারত মহাসাগরে

ঘ. ডেনমার্কে

২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

ক. ৩ নম্বর সেক্টর

খ. ২ নম্বর সেক্টর

গ. ৪ নম্বর সেক্টর

ঘ. ১ নম্বর সেক্টর

৩। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

ক. হামিদুর রহমান

খ. তানভির কবির

গ. সৈয়দ মঈনুল হোসেন

ঘ. মাযহারুল ইসলাম

৪। ২০১৩ সালে ভারতের কোন ক্রিকেটার ‘ভারতরতœ’ উপাধি পান?

ক. সৌরভ গাঙ্গুলী

খ. মহেন্দ্র সিং ধোনি

গ. অজন্তা মেন্ডিস

ঘ. শচীন টেন্ডুলকার

৫। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর-

ক. প্যারিসে

খ. জেনেভায়

গ. রোমে

ঘ. লন্ডনে

৬। ‘গ্রিনল্যান্ড’ কোন মহাদেশে অবস্থিত?

ক. উত্তর আমেরিকায়

খ. দক্ষিণ আমেরিকায়

গ. আফ্রিকায়

ঘ. ইউরোপে

৭। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র-

ক. ভারত

খ. ভুটান

গ. ইরাক

ঘ. নেপাল

৮। দূরত্বের সবচেয়ে বড় একক-

ক. কিলোমিটার

খ. আলোকবর্ষ

গ. পারসেক

ঘ. কোনোটিই নয়

৯। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে-

ক. ২০০০ সালে

খ. ২০০১ সালে

গ. ১৯৯৯ সালে

ঘ. ১৯৯৮ সালে

১০। সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি-

ক. স্টপ ওয়াচ

খ. ক্রনোমিটার ঘড়ি

গ. ইলেকট্রনিকস ঘড়ি

ঘ. সিজিয়াম ঘড়ি

১১। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম-

ক. সুয়েজ খাল

খ. পানামা খাল

গ. পক প্রণালি

ঘ. জিব্রাল্টার প্রণালি

১২। কোন দেশের সরকার প্রধানকে ‘চ্যান্সেলর’ বলা হয়?

ক. ফিনল্যান্ড

খ. জার্মানি

গ. লুক্সেমবার্গ

ঘ. নরওয়ে

১৩। কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?

ক. ইউনিসেফ

খ. ইউনেসকো

গ. ইউএনডিপি

ঘ. ইউএনএফপিএ

১৪। VGF কার্ডের পূর্ণরূপ কী?

ক. Vulnerable Group Food খ. Vulnerable Group Facilities
গ. Vulnerable Group Feeding
ঘ. Vulnerable Group Functions

১৫। বাংলায় চিরস্থায়ী ভূমিব্যবস্থা কে প্রবর্তন করেন?

ক. লর্ড ক্লাইভ

খ. লর্ড কর্নওয়ালিস

গ. ওয়ারেন হেস্টিংস

ঘ. জন মেয়ার

১৬। ইন্টারপোল কী?

ক. আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা

খ. ফ্রান্সের রাষ্ট্রীয় পুলিশ বাহিনী

গ. ইতালির ফুটবল ক্লাব

ঘ. আন্তর্জাতিক পুলিশ সংস্থা

১৭। কিন ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?

ক. কুশিয়ারা

খ. সুরমা

গ. রূপসা

ঘ. মনু

১৮। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম-

ক. কামরুল ইসলাম

খ. লুই আই কান

গ. ফজলুর রহমান

ঘ. মাযহারুল ইসলাম

১৯। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন-

ক. আলী মর্দান খলজী

খ. তুঘরিল খান

গ. সামছুদ্দিন ফিরোজ

ঘ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজী

৭. ডোভার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?

ক. তাইওয়ান-চীন

খ. আরব-ইরান

গ. কোরিয়া-জাপান

ঘ. ফ্রান্স-ব্রিটেন

 

আবু সাঈদ

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর: ১. গ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০.ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper