ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

হিসাববিজ্ঞান

মোস্তাফিজুর রহমান
🕐 ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

১. ব্যক্তিবাচক হিসাবে কয় ধরনের ব্যালেন্স হতে পারে? উত্তর : ২ ধরনের

 

২. ব্যক্তিবাচক কী ব্যালেন্স হতে পারে?

উত্তর : ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স।

৩. ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?
উত্তর : কোনো ব্যক্তির কাছে কারবারের পাওনা।

৪. ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্স কারবারের কী?
উত্তর : সম্পদ।

৫. ব্যক্তিবাচক হিসাবের ডেবিট ব্যালেন্সের উদাহরণ কোনটি?
উত্তর : বিবিধ দেনাদার হিসাব।

৬. ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স দ্বারা কী বোঝায়?
উত্তর : কোনো ব্যক্তির কাছে কারবারের দেনা।

৭. ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্স কারবারের কী? উত্তর : দায়।

৮. ব্যক্তিবাচক হিসাবের ক্রেডিট ব্যালেন্সের উদাহরণ কোনটি?
উত্তর : বিবিধ পাওনাদার হিসাব।

৯. সম্পত্তি বা বস্তু জাতীয় হিসাবগুলো সর্বদাই কী জের প্রদান করে? উত্তর : ডেবিট।

১০. সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ কোনটি?
উত্তর : যন্ত্রপাতি হিসাব, আসবাবপত্র হিসাব, নগদান হিসাব।

১১. নামিক হিসাবের অপর নাম কী?
উত্তর : আয়-ব্যয় সংক্রান্ত হিসাব।

১২. খরচ, ব্যয় লোকসান, ক্ষতিসংক্রান্ত হিসাবগুলো সবসময় কোন ব্যালেন্স নির্দেশ করে? উত্তর : ডেবিট ব্যালেন্স।

১৩. বেতন হিসাব, অবচয় হিসাব, ক্রয় হিসাব কী জাতীয় হিসাব?
উত্তর : নামিক হিসাব।

১৪. আয় বা লাভ জাতীয় হিসাবগুলো সর্বদাই কী ব্যালেন্স নির্দেশ করে?
উত্তর : ক্রেডিট ব্যালেন্স।

১৫. বিক্রয় হিসাব, প্রাপ্ত সুদ হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব কী জাতীয় হিসাব?
উত্তর : নামিক হিসাব।

১৬. যে হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকে তা কী করলে বৃদ্ধি পাবে?
উত্তর : ডেবিট।

১৭. যে হিসাবে ডেবিট উদ্বৃত্ত থাকে তা কী করলে হ্রাস পাবে? উত্তর : ক্রেডিট।

১৮. যে হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত থাকে তা কী করলে বৃদ্ধি পাবে?
উত্তর : ক্রেডিট

১৯. যে হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত থাকে তা কী করলে হ্রাস পাবে? উত্তর : ডেবিট।

২০. হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কী প্রস্তুত করা হয়?
উত্তর : রেওয়ামিল।


সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper