ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মানিকগঞ্জে বাস-অটো সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

মানিকগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ০৪, ২০২০

মানিকগঞ্জের দৌলতপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৪ ডিসেম্বর, শুক্রবার দুপুর আড়াইটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অটোরিকশার নিহত ছয় যাত্রী একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চাষাবাদড়া বাদ্যকর এলাকায়। নিহত অন্যজন অটোরিকশার চালক।

নিহতরা হলেন হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)।

দৌলতপুর থানার ওসি রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় তারা দৌলতপুর থকে মানিকগঞ্জ যাচ্ছিলেন। বেলা পৌনে ৩টার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই সাতজন নিহত হন।

ওসি রেজাউল আরও জানান, লাশ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
Electronic Paper