ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি চলছে

ফরিদপুর প্রতিনিধি
🕐 ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

পদ পরিবর্তন, পদউন্নতি, সুযোগ সৃষ্টি, উন্নত বেতন স্কেলসহ নানা দাবিতে দ্বিতীয় দিনেও আন্দোলন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ৯টা হতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অংশ নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন। আগামীকাল পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করবেন।

এছাড়াও সদর উপজেলা ভূমি অফিস, সদর উপজেলা নির্বাহী অফিসসহ জেলার প্রতিটি উপজেলায় একযোগে জেনারেল কোটার ৩য় শ্রেনীর কর্মচারীদের পূর্ণ দিবস কর্ম বিরতি চলছে।

এসব পৃথক কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও ফরিদপুর কলেক্টরেট ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল আলম সেলিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আশিক ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পে-স্কেলের ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডের কর্মচারীদের স্কেল ও পদবী পরিবর্তন করতে হবে। তাদের সকল যুক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

 

 
Electronic Paper