বুধবার, ৭ মে ২০২৫,
২৪ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ৭ মে ২০২৫
শিরোনাম: সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত ভারতের      পাকিস্তানের পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত      পাকিস্তানের হামলার ভয়ে ভারতে বিমানবন্দর ও স্কুল-কলেজ বন্ধ      পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত      পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত       খালেদা জিয়ার রাজসিক প্রত্যাবর্তন      সোহরাওয়ার্দী হাসপাতালে দুই মাফিয়ার আধিপত্য      
গ্রামবাংলা
বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের খেলোয়াড়কে মারধর
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:১২ পিএম  (ভিজিটর : ১৮২)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মো. ইকবাল হোসেন ও তার মাকে মারধর করেছেন প্রতিপক্ষরা। শুধু তাই নয় প্রতিবন্ধী ইকবালের তৈরি পরিবেশবান্ধব ‘বোতল ঘর’ ভাঙচুর করেছে তারা। 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী এলাকায় প্রতিবন্ধী ইকবালের বাড়িতে এই ঘটনা ঘটে। ইকবাল ও ইকবালের মা মোমেনা বেগমকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে আহত ইকবাল হোসেন মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য মো. ইকবাল হোসেন কালিকাবাড়ী এলাকার মৃত মোঃ ইলিয়াস খানের ছেলে।

ইকবাল বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তিনি বাড়ির সামনে আসেন। তখন প্রতিবেশী সরোয়ার গাজী ও তার ভাই মো. কুদ্দুস গাজী পূর্ব শত্রুতার জেরে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে তার মা মোমেনা বেগম এগিয়ে আসলে, কুদ্দুস ও সরোয়ার গাজী মা-ছেলেকে বেধরক মারপিট করেন। মারধরে তার হাত ও মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন। মারধরকারীরা পরিবেশবান্ধব ঘরেও হামলা করেছে বলে দাবি ইকবালের।

ইকবাল আরো বলেন, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পরিবেশবান্ধব ঘর নির্মাণ করা। ২০২২ সালে তিনি প্লাস্টিকের বোতল দিয়ে অভিনব বাড়ি তৈরি শুরু করেন। তার এই উদ্যোগ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমায়, যা স্থানীয় কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে ওঠে। এর জেরে গেল বছরের ৪ ডিসেম্বর সরোয়ার গাজী ও কুদ্দুস গাজীসহ ২-৩ জন তার (ইকবাল) বোতল ঘরের পাশে থাকা গাছ কেটে দেয়। পরিকল্পিতভাবে গাছের ডাল ঘরের ওপর ফেলে দেয়, এতে দক্ষিণ পাশের দেয়াল ভেঙে যায়। প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়।

তখন বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ইকবাল। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে ও তার মাকে হত্যার হুমকি দিতে থাকে।

স্থানীয়রা বলেন, ইকবাল হোসেন প্রতিবন্ধী হলেও, একজন উদ্দমী মানুষ। সে প্রতিবন্ধী ক্রিকেট টিমের সদস্য। তাকে মারধর করা দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ইকবালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আহত ইকবাল থানায় এসেছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও আহত হয়েছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   প্রতিবন্ধী   ক্রিকেট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
বামনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে কলেজছাত্রের আত্মহত্যা
সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত ভারতের
পাকিস্তানের পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত
পাকিস্তানের হামলার ভয়ে ভারতে বিমানবন্দর ও স্কুল-কলেজ বন্ধ

সর্বাধিক পঠিত

একজন মতিন স্যার
চাঁদপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার তিন
খালেদা জিয়ার দেশে ফেরায় দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
মৌলভীবাজার সদর উপজেলার নবনির্মিত কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন
১৫ মে বাজারে আসবে চুয়াডাঙ্গার আম

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close