বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এলাকায় অবৈধভাবে গড়ে তোলা একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন।
বুধবার (৫ মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় অভিযানে অবৈধভাবে পাহাড় কাটা, জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এএসএফ নামে এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে ইটভাটাটির তৈরিকৃত সব ইটগুলো বিনষ্ট করার পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ইটভাটার চুলার আগুন পানি দিয়ে নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মচারী, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষায় এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যামাণ আদালত পরিচালনাকারী নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
কেকে/এএস