ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুর বাড়িতে স্ত্রী-শ্যালিকাকে খুন করার অভিযোগ ওঠেছে সামিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন সামিউল।
সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের রওশন আলীর মেয়ে যূথী আক্তার ও তার ছোট বোন স্মৃতি।
অভিযুক্ত সামিউল কুমিল্লার ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে। দেড় বছর আগে তার সঙ্গে যূথীর বিয়ে হয়।
স্বজনরা জানান, এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন যূথী। এর মধ্যে স্ত্রীকে ফিরে যেতে বলেন সামিউল। কিন্তু রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মনোমালিন্য হয়। পরে গত সপ্তাহে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। রোববার রাতে শ্যালক জাহেদকে নিয়ে এক কক্ষে ঘুমাতে যান সামিউল। আরেকটি কক্ষে ঘুমান যূথী ও স্মৃতি। রাতে দুলাভাইয়ের চলাফেরায় সন্দেহ করেন শ্যালক। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে বোনদের কক্ষে যান তিনি। যেতেই দুই বোনের লাশ পড়ে থাকতে দেখেন।
কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সামিউলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এএম