সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
মৃত্যুর ২৫ বছর পরে অনন্য অর্জন
ফটিকছড়ির রত্ন ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি (চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৭ পিএম আপডেট: ২০.০২.২০২৫ ৬:৫৪ পিএম
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া। ছবি: প্রতিনিধি

ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া। ছবি: প্রতিনিধি

সংগীতে বিশেষ অবদানের জন্য মৃত্যুর ২৫ বছর পরে মরণোত্তর একুশে পদক পেয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃতিসন্তান ও সংগীত গুরু ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক তুলে দেন। শিল্পকলার সংগীত শ্রেণিতে পদক পাওয়া চট্টগ্রামের ফটিকছড়ির কৃতিসন্তান ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার পদক গ্রহণ করেন তাঁর মেয়ে শিল্পী ফাল্গুনী বড়ুয়া। মৃত্যুর ২৫ বছর পরে পদক পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষী। 

ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার বড় মেয়ে পুরবী বড়ুয়ার স্বামী মাস্টার অসীম কুমার বড়ুয়া বলেন, ‘ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া একাধারে সংগীত শিল্পী, সংগীত গুরু, রচয়িতা, সুরকার ও নাট্যকার ছিলেন। উনার হাতে গড়া অসংখ্য ছাত্র-ছাত্রী সংগীতের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত। দেশের অনেক সংগীত গুরু এবং সংগীত শিল্পী উনারই শিষ্য। মৃত্যুর দীর্ঘদিন পরে হলেও, সরকার ও সংস্কৃত মন্ত্রণালয় এ গুনীশিল্পীকে সম্মানিত করেছেন এজন্য আমরা কৃতজ্ঞ। ফটিকছড়িবাসী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।’

পরিবার সূত্রে  জানা যায়, উপমহাদেশে শাস্ত্রীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া’র জন্ম ১৯৩৬ সালে ফটিকছড়ির আবদুল্লাপুর ইউনিয়নে। পিতা নিকুঞ্জ বিহারী বড়ুয়া ও মাতা বিরলা বালা বড়ুয়ার একমাত্র পুত্র সন্তান তিনি। আজীবন সত্যিকার অর্থে সঙ্গীতপ্রাণ এ মানুষটি ১৪ বছর বয়সে বাবা হারা হন এবং ১৫ বছর বয়সে সঙ্গীত শিক্ষার উদ্দেশ্যে ভারতের কলকাতা যান। সেখানে তাঁর প্রথম হাতেখড়ি হয় ওস্তাদ নাটু ঘোষের কাছে। তিন বছর যাবত নাটু ঘোষের কাছে সঙ্গীত শিক্ষা লাভের পর তিনি বিশিষ্ট ধ্রুপদী গায়ক অনিল ঘোষের কাছে পাঁচ বছর ধ্রুপদী শিক্ষা নেন। এরপর ভর্তি হন অল-ইন্ডিয়া মিউজিক কলেজে। সেখানে সঙ্গীতাচার্য্য প্রফুল্ল কুমার সেনের অধীনে সাত বছর শাস্ত্রীয় সঙ্গীতে জ্ঞান লাভ এবং স্নাতক প্রাপ্ত হন। পরে ১৯৬৫ সালে তিনি স্বদেশে ফিরেন।

তাঁর বিকশিত সঙ্গীত প্রতিভায় আকৃষ্ট হন চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের তৎকালীন সিনিয়র মেডিকেল অফিসার কামাল এ খান। তিনি নীরদ বরণ বড়ুয়াকে গভীর আগ্রহ ভরে নিজ ঘরে রাখেন এবং চট্টগ্রামের সুধী সমাজে তাঁকে পরিচয় করিয়ে দেন। ক্রমে তিনি চট্টগ্রাম বেতার কর্তৃপক্ষের সাথে পরিচিত হন এবং তাঁদের অনুরোধে তিনি চট্টগ্রাম বেতারে যোগ দেন। পাক-ভারত উপমহাদেশের সুপ্রাচীন সঙ্গীত কেন্দ্র, চট্টগ্রাম আর্য্য সঙ্গীত সমিতি তাঁকে বরণ করেন এবং সমিতি পরিচালিত সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠের একজন সঙ্গীত শিক্ষক হিসেবে বরণ করেন। ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া আর্য্য সংগীত খ্যাত সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠে দীর্ঘ ২৫ বছর অধ্যক্ষ পদে অধিষ্ঠিত থেকে চট্টগ্রামে শাস্ত্রীয় সঙ্গীত ক্ষেত্রে নবযুগের সূচনা করেন এবং দেশে অসংখ্য গুণী শিক্ষার্থী সৃষ্টি করেন। 

যারা এখন দেশ-বিদেশে সুনামে সংগীত সাধনায় রত আছেন। ১৯৮৮ সালে তিনি আর্য সংগীত থেকে অবসর নেন। পরে বৃদ্ধ বয়সে শিক্ষার্থীদের অনুরোধে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের নিকটস্থ মোমিন রোডস্থ তাঁর বাসভবনে আবার শিক্ষাদান শুরু করেন। যা বর্তমানে ‘সুর সপ্তক সঙ্গীত বিদ্যাপীঠ’ নামে পরিচিত। এখন পর্যন্ত সঙ্গীত বিষয়কে ভিত্তি করে একমাত্র নাটক ‘সুরের সন্ধান’র রচয়িতা নীরদ বরণ বড়ুয়া। নাটকটি পর পর দু’বার মঞ্চস্থ হয় এবং ব্যাপক প্রশংসা অর্জন করে। ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া রচিত সংগীত বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় গ্রন্থ; আরোহ-আবরোহ সংগীত পিপাসু, অনুরাগী ও সংগীত শিক্ষার্থীদের কাছে আলোর দিশারী হয়ে পথ দেখাচ্ছে। ২০০১ সালের ৯ আগস্ট সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া পরপারে পাড়ি জমান। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া   ফটিকছড়ির রত্ন   একুশে পদক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধ শেষ, মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক : ট্রাম্প
ধর্মের অপব্যবহার বাড়ছে
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপির কর্মী সভা
বাড়ছে লাশের মিছিল
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ খেয়ে ৬ জনের মৃত্য

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close