সাটুরিয়ায় আ.লীগ নেতা বাবুল গ্রেফতার
সিরাজুল ইসলাম শিরু- সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩০ পিএম আপডেট: ২০.০২.২০২৫ ১:৩২ পিএম

বাবুল হোসেন, ছবি: খোলা কাগজ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় 'অপারেশন ডেভিল হান্ট' এর অভিযানে থানা পুলিশ বাবুল হোসেন (৪৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আটক করেন সাটুরিয়া থানা পুলিশ।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল আলম নিশ্চিত করেছেন। বাবুল হোসেন সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বাবুল হোসেন রশিদপুর গ্রামেন মোঃ আয়নাল হকের ছেলে। তিনি বালিয়াটি ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের আহবায়ক ছিলেন।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল আলম বলেন, বাবুল হোসেন কে জিঙ্গাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে আর এ নিয়ে সাটুরিয়ায় ডেভিল হান্টে ২ জন আটক হল।
কেকে/এআর