বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
খেলাধুলা
ইয়েশা সাগরের অভিযোগের জবাব দিল চিটাগাং কিংস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৯ পিএম
ইয়েশা সাগর

ইয়েশা সাগর

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চিটাগাং কিংসের হোস্ট হিসেবে কাজ করছিলেন কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। তবে আসরের মাঝপথেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান এবং ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তোলেন। এবার তার সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে চিটাগাং কিংস।

বুধবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে চিটাগাং কিংস জানিয়েছে, বিপিএল চলাকালীন ইয়েশা সাগরের অপেশাদার আচরণে আমরা হতাশ এবং এর প্রতিবাদ জানাই। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের কোনো পূর্বানুমতি ছাড়াই তিনি বাংলাদেশ ছেড়েছেন, যা তার সঙ্গে করা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

ইয়েশা সাগর ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, বাংলাদেশে থাকার সময় তিনি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মুখোমুখি হয়েছিলেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলছে চিটাগাং কিংস। তারা জানিয়েছে, যদি নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্যিই থাকত, তাহলে তিনি এক মাসেরও বেশি সময় বাংলাদেশে অবস্থান করলেন কেন? কেন তিনি বিপিএলের প্রতিটি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেন? এটি স্পষ্ট যে তার হঠাৎ চলে যাওয়ার আসল কারণ নিরাপত্তা নয়, বরং চুক্তি ভঙ্গ করে ভারতে লিজেন্ডস-৯০ টুর্নামেন্টে যোগ দেওয়ার পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত।

চিটাগাং কিংস আরো জানায়, ইয়েশা সাগর ১৯ জানুয়ারি আমাদের কাছে তার পাসপোর্ট জমা দেন। ২৪ ও ২৫ জানুয়ারি সরকারি ছুটির দিন থাকায় তার পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য ২৮ জানুয়ারির দাবি অযৌক্তিক ছিল। তা ছাড়া, চুক্তি অনুযায়ী মাঝপথে দল ছেড়ে চলে যাওয়ায় তার প্রাপ্য অর্থের ৫০% পরিশোধ স্থগিত রাখা হয়।

ফ্র্যাঞ্চাইজিটির দাবি, তার সঙ্গে করা চুক্তিতে স্পষ্ট উল্লেখ ছিল যে, কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে জরিমানা বা চুক্তি বাতিল হতে পারে। তিনি আসরের মাঝপথে চলে যাওয়ার পাশাপাশি অন্য লিগে অংশ নিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছেন, যা তার পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করে।

ইয়েশার আচরণকে ‘অপেশাদার’ হিসেবে আখ্যা দিয়ে চিটাগাং কিংস জানায়, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, অসদাচরণ বা অবৈধ কার্যকলাপে জড়িত হলে ফ্র্যাঞ্চাইজি তার চুক্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের না জানিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন এবং বিষয়টি সমাধানের সুযোগ দেওয়ার পরও কোনো আনুষ্ঠানিক আলোচনা করতে রাজি হননি।

বিবৃতিতে আরো বলা হয়, যদি ইয়েশা সাগর সত্যিই মনে করেন যে, তিনি কোনো ভুল করেননি, তাহলে তার উচিত ছিল বাংলাদেশে থেকে আইনি নোটিশের জবাব দেওয়া এবং বিপিএল চলাকালীন অন্য লিগে চলে যাওয়ার পরিবর্তে গণমাধ্যমের সামনে বিষয়টি পরিষ্কার করা।

কেকে/এএম

আরও সংবাদ   বিষয়:  বিপিএল   চিটাগাং কিংস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জকসু নির্বাচনে কমিশনের পক্ষপাতের অভিযোগ শিবির–সমর্থিত প্যানেলের
ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close