কালিগঞ্জের কুশুলিয়ায় গাছের ডাল কাটার সময় শ্রমিকের মৃত্যু
ইব্রাহিম খলিল, সাতক্ষীরা
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে গাছ কাটার সময় আবু বক্কর সিদ্দিক (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে মনোহরপুর গ্রামে আব্দুর রউফের বাড়ির শিশু গাছ কাটার সময় এই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত আবু বক্কর সিদ্দিক বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামের আব্দুল জব্বার মোড়লের ছেলে।
কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জানান, আবু বক্কর সিদ্দিকীসহ কয়েকজন শ্রমিক আব্দুর রউফের গাছ কাটার জন্য কাজ করতে থাকে। কাজ করার একপর্যায়ে ডাল কাটার জন্য গাছের মাথায় ওঠে। ডাল কাটার এক পর্যায়ে ডাল তার গায়ের উপরে পড়ে সেই আঘাতে গাছের উপরে তার মৃত্যু হয়।
কেকে/ এমএস