সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
দেশজুড়ে
সমন্বয়ককে মারধর করায় সড়ক অবরোধ, গ্রেফতার ছাত্রলীগ নেতা
মো. আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১০:৫৩ এএম
গ্রেফতার অভিযুক্ত ছাত্রলীগ নেতা হৃদয়। ছবি: প্রতিনিধি

গ্রেফতার অভিযুক্ত ছাত্রলীগ নেতা হৃদয়। ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে ছাত্র সমন্বয়ককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ সহ-সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারী) রাত আড়াইটার দিকে নীলফামারীর ডোমার  কাজীপাড়ায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. হৃদয় (২৫) ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকার ছাবেদ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডোমার উপজেলার সহ-সভাপতি।

আহত ছাত্রনেতা ফজলে রাব্বি (২২) ডোমার পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে। বর্তমানে রাব্বি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ছাত্র নেতাকে মারধর করায় সোমবার দুপুর আড়াইটার দিকে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ডোমার রেল গেটের সামনে ডোমারের প্রধান সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন। এতে যানজটের সৃষ্টি হয় এবং বিপাকে পড়ে সাধারণ জনগণ। পরে প্রশাসন সেখানে গিয়ে ছাত্রদের নেতাদের সাথে কথা বলেন এবং প্রশাসনের আশ্বাসে ছাত্রনেতারা সড়ক অবরোধ তুলে নেন।

ছাত্র প্রতিনিধিরা বলছেন, রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের অন্যতম একজন সহযোগী। তারউপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা হৃদয়। ছাত্রলীগ এখনও জীবিত, তারা এখনও আমাদের ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। চব্বিশের ছাত্র আন্দোলনের সময় আমরা জাতির শান্তির জন্য, এতো কিছু করার পরও আমাদের ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। আমরা কোথায় গিয়ে দাড়াবো। আমরা প্রশাসনের কাছে সুস্থ বিচার দাবি করছি।

আহত ছাত্রনেতা ফজলে রাব্বি বলেন, রাতে ডোমার বসুনিয়া হাট থেকে নাইক ক্রিকেট টুর্নামেন্ট খেলে, বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌছালে একটি গলিতে হঠাৎ করে একটি মোটরসাইকেল দুরে দেখতে পাই। মোটরসাইকেলটি  কাছে আসার সাথে দেখলাম হৃদয় ভাই, তিনি ছাত্রলীগের সহ-সভাপতি। কিন্তু তিনি আমার সাথে কথা বার্তা কিছুই না বলে আমার উপর অতর্কিত হামলা শুরু করে। আমি ও আমার সাথে থাকা বন্ধু রোকন ভয় পেয়ে যাই। আমাকে যখন লাঠি দিয়ে মারা হচ্ছে, আমি আমার জীবন বাচানোর জন্য বাড়ির দিকে দৌড় দেই। আমার বন্ধুও দৌড়ে পালিয়ে একটা স্কুলে গিয়ে আশ্রয় নেয়। পরে আমরা থানায় অভিযোগ দেই এবং আমার বন্ধু ও বড় ভাইরা আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। আমাকে কেন মারা হয়েছে আমি জানি না, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, আমরা যখন জানতে পারি, একজন সমন্বয়কের উপর হামলা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সেই সদস্যকে গ্রেফতার করি। এবং তাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করি। সমন্বয়ক ভাইরা আজকে সড়ক অবরোধ করলে, আমরা খবর পেয়ে দ্রুত এসে তাদের সাথে আলোচনা করি এবং যানচলাচল স্বাভাবিক করি। তারাও সুশৃঙ্খলভাবে যার যার অবস্থানে তারা চলে যায়।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  সমন্বয়ক   সড়ক অবরোধ   ছাত্রলীগ নেতা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত
নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শিবচরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন
টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
নেত্রকোণায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানা-নানি
সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নতুন সভাপতি মহিউদ্দিন খান

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close