বাবুগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী মাদ্রাসার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্টর (গনিত) নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রভাষক মির্জা মাহমুদুল হাসান সাইদ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মো. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী সুপার মাওলানা মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মো. নাজিম উদ্দীন, মো. আরিফুজ্জামান, আনিসুর রহমান, মোছা. আশরাফুন নাহার, মোছা. বকুল আক্তার, মো. শাপলা আক্তার, মো. আলম, মো. আমিরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, গোলাম কিবরিয়া, মাওলানা মো. হাশমত উল্ল্যাহ, মো. হায়দার আলী, মো. রাশেদুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
অপরদিকে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. জাহিদুল ইসলাম (হিরা চৌধুরী)। বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মো. আবুল হোসেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আব্দুল বারেক, ইউপি সচিব মো. নুরুল ইসলাম, বিএনপি নেতা মির্জা মো. আবু সাইদ, সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মো. শফিকুল ইসলাম, দিলারা বেগম, মো. আশরাফুল আলম, মো. খায়রুজ্জামান তালুকদার, মো. মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম,রত্না রানী দাস, সহকারী শিক্ষক মো. লিটন, আবুল হাসেম, মো. দোলত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
কেকে/এএম