ফুলবাড়ীয়ায় ইউপি সদস্যসহ গ্রেফতার ১০
মো. হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম

ছবি : প্রতিনিধি
ফুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ইউপি সদস্যসহ ১০ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) গভীর রাতে পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহানের ফার্নিচারের দোকানে কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিলেন।
এ সময় সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে এসআই (নিঃ) মো. শামীম কবির ও এএসআই (নিঃ) উজ্জল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।
অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএম