বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি      মনোনয়নপত্র জমাদানে উৎসবমুখর পরিবেশ      
খেলাধুলা
ঘরের মাঠে সিলেটের টানা জয়, খুলনার ছন্দপতন
মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম আপডেট: ১২.০১.২০২৫ ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঘরের মাঠে খুলনা টাইটানসকে ৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। রনি তালুকদার ও জাকির হাসানের শতরানের জুটিতে ভর করে ১৮২ রান তুলে স্বাগতিকরা। জবাবে ১৭৪ রানেই থামে খুলনার ইনিংস। আর তাতেই ৮ রানের জয় পায় সিলেট।

রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিকরা।

১৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেছিলেন খুলনার দুই ওপেনার উইলিয়াম বোসিস্টো ও মোহাম্মদ নাঈম। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই নাঈমকে বোল্ড করেন নাহিদুল ইসলাম। দলীয় ১৭ রানেই প্রথম উইকেট হারায় খুলনা।
 
এ দিন ক্রিজে থিতু হতে পারেননি ইমরুল কায়েস। ৩ বলে ২ রান করেই সাজঘরে ফেরেন তিনি। পঞ্চম ওভারের প্রথম বলেই তানজিম হাসানকে উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে রনি তালুকদারের হাতে ধরা পড়েন ইমরুল।
 
তৃতীয় উইকেট জুটিতে রাসুলিকে নিয়ে এগোনোর চেষ্টা করেন উইলিয়াম বোসিস্টো। কিন্তু দারউইস রাসুলিকে থামান রিস টপলি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে ১৫ রান।
 
উইকেটে এসে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। ১৪ বল খেলে ১৫ রান করেই আউট হন তিনি। ওপেনার উইলিয়াম বোসিস্টো অবশ্য এক প্রান্ত আগলে রেখে এগোচ্ছিলেন, তবে রিস টপলি তাকে থামিয়ে দেন। ৪০ বলে ৪৩ রান করে অ্যারন জোন্সের ক্যাচ হয়ে ফেরেন তিনি।
 
শেষদিকে চেষ্টা করেছেন মোহাম্মদ নাওয়াজ। তবে তিনিও পারেননি, ১৮ বলে ৩৩ রান করে তানজিম সাকিবের বলে গালিতে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫ বলে ৪ রান করা জিয়াউর রহমান কাটা পড়েন রানআউটে।
 
শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি। শেষ ওভারে ১৬ বলে ২৮ রান করে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অঙ্কন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে খুলনা টাইগার্সের ইনিংস থামে ১৭৪ রানে।

সিলেটের হয়ে তানজিম সাকিব, রিস টপলি ও রুয়েল মিয়া নেন দুটি করে উইকেট।

এ দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। আবারও ব্যর্থ হন রাহকিম কর্নওয়াল। ৫ বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে আবু হায়দার রনির শিকার হন তিনি। জর্জ মুনসেও ৭ বলে ২ রানের বেশি করতে পারেননি। দুজনই হন বোল্ড। তবে শুরুর ধাক্কা সামলিয়ে রনি তালুকদার আর জাকির হাসানের শতরানের জুটিতে ভর করে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করে স্বাগতিকরা। ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ফিফটি পূরণ করেন জাকির। টানা দ্বিতীয় আর চার ম্যাচে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি।

রনি ফিফটি হাঁকান ৩৯ বলে। তৃতীয় উইকেটে এই দুজন ৬২ বলে গড়েন ১০৬ রানের বড় জুটি। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন আবু হায়দার রনি। বড় শট খেলতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন রনি তালুকদার। ৪৪ বলে ৫৬ রানে থামতে হয় তাকে।

এরপর ৬ বলে ৩ ছক্কায় ২০ রানের ক্যামিও উপহার দিয়ে যান অ্যারন জোন্স। জিয়াউর রহমানের বলে শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক ক্যাচ নেন উইকেটরক্ষক মাহিদুল অঙ্কন। জিয়া তার পরের বলেই জাকের আলীকে (০) ফেরান। দুর্ভাগ্যজনকভাবে বল ব্যাটে লেগে গড়িয়ে গিয়ে স্টাম্পে আঘাত হানে।

তবে জাকির হাসান ঝড় তুলে গেছেন ইনিংসের শেষ পর্যন্ত। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে ৩টি চার, ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২১ রানে।

খুলনার দুই পেসার জিয়াউর রহমান আর আবু হায়দার রনি নিয়েছেন দুটি করে উইকেট।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  খুলনা টাইটানস   সিলেট স্ট্রাইকার্স   বিপিএল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান
আগামীকাল জমা হবে জকসু নীতিমালা, আগামী সপ্তাহে বিশেষ সিন্ডিকেট
ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপে মিলবে মেটলাইফের বিমা সুবিধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
ভূমি অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিতে নাগরিকদের মতামত জানতে হবে: সিনিয়র সচিব

সর্বাধিক পঠিত

গ্যাস সংকটে ঝুঁকিতে বিনিয়োগ-রফতানি
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close