বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
পঞ্চগড়ে নির্মাণ হবে ওয়াচ টাওয়ার: ডিসি সাবেত আলী
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের সৌন্দর্য বৃদ্ধিতে শহরের প্রবেশপথ করতোয়া সেতুর কাছে একটি ওয়াচ টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। তিনি বলেন, পঞ্চগড় জেলায় এই প্রথমবার ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। এছাড়া মানসম্মত অডিটোরিয়াম ও শিক্ষার্থীদের জন্য সুইমিং পুল নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলা চত্বরে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের পঞ্চগড়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষাবিদরা।

জেলা প্রশাসক জানান, পঞ্চগড়ে মানসম্মত কোনো অডিটোরিয়াম না থাকায় নতুন করে একটি অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাঁতার শেখানোর জন্য স্কুলের সময় বাদে ব্যবহারের উপযোগী একটি সুইমিং পুলও নির্মাণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, পঞ্চগড় জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে। এর আগে এই জেলা ৬৩তম অবস্থানে ছিল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে ভিক্ষাবৃত্তি নিরসনে জেলা প্রশাসনের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন অতিথিরা। গত বছর ৫০৯ জন ভিক্ষুক পুনর্বাসিত হয়েছেন, এবার প্রায় ৫০ হাজার ভিক্ষুক পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। পুনর্বাসিত ভিক্ষুকদের পর্যবেক্ষণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা কাজ করবেন।

অনুষ্ঠান শেষে ভিক্ষুকদের মাঝে ৯টি ভ্যান এবং ৪টি দোকানের মালামাল বিতরণ করেন জেলা প্রশাসক। এছাড়া জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্য অর্জন করায় তিনটি ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close