সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      
দেশজুড়ে
থার্টি ফার্স্ট নাইটে কুয়াকাটায় নেই আশানুরূপ পর্যটক
সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:০৪ পিএম আপডেট: ০১.০১.২০২৫ ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষবরনে আশানুরূপ পর্যটক নেই পর্যটন কেন্দ্র কুয়াকাটায়।রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছে ব্যবসায়িরা।

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে বছরের প্রথম দিনের সূর্যোদয় দেখলেন পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকরা। তীব্র শীতকে উপেক্ষা করে সূর্যোদয়কে স্বাগত জানিয়েছেন তারা। নতুন বছরের প্রথম দিনের সূর্যোদয় দেখতে কুয়াকাটা সৈকতে হাজির হন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। তবে কুয়াশার কারণে ভালোমতো দেখতে পারেনি সূর্যোদয়।

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। একই স্থানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। ফলে ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। মনোরম নৈসর্গিক দৃশ্যের হাতছানি ভ্রমণবিলাসী মানুষকে বারবার টেনে আনে এখানে।

প্রতিবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে ও জানুয়ারীর প্রথম সপ্তাহে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সূর্যোদয় ও সূর্যাস্তের এ বেলাভূমি। বার্ষিক পরীক্ষার ছুটি ও ইংরেজি নববর্ষের ছুটির আনন্দ উপভোগ করতে আসা প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত সৈকত এলাকা।

পর্যটনমুখী ব্যবসায়ীদের ধারণা ছিল ২০২৪ সালের শেষ সূর্যাস্ত এবং ২০২৫ সালের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটায় প্রায় অর্ধলক্ষাধিক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটবে। কিন্তু আশানুরূপ পর্যটক না আসায় তারা হতাশ হয়েছে। বিগত বছরের চেয়ে কম সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে এবার থার্টি ফার্স্ট নাইটে। ব্যবসায়ীরা এর জন্য বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন।

ব্যবসায়ীরা বলেন, ৩১ ডিসেম্বর নিয়ে গত কয়েক দিন যাবত রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দিয়েছে। সবার মধ্যে একটা চাপা উদ্বেগ দানা বেঁধেছিলো। ৩১ ডিসেম্বর দেশে আবার কি হয়। এমন পরিস্থিতির কারণেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক তেমন আসেনি। তাদের ধারণা এ বছর থার্টি ফার্স্ট নাইটে ৫ হাজার পর্যটকও আসেনি। তবে দেশি ছাড়া কয়েকজন বিদেশি পর্যটক দেখা গেছে সৈকতে।

ঢাকা থেকে আসা পর্যটক কামাল হোসেন বলেন, ছুটি কাটাতে এবং বছরের প্রথম সূর্যোদয় দেখতে পরিবার সহ কুয়াকাটা এসেছি। নতুন সূর্যোদয়ের সঙ্গে জীবনের আরও একটি নতুন বছর শুরু হলো। তবে কুয়াশার কারনে নতুন বছরের সূর্যোদয় ভালোভাবে দেখতে পারিনি।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এ বছর থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি কিছুটা কম। আবাসিক হোটেলগুলোতে ৩০ থেকে ৪০ শতাংশ বুকিং হয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন, থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ  উদযাপন উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিতি কম ছিলো । আবাসিক হোটেলগুলোতে ৪০% ছাড় দেওয়া হয়েছে। বেশিরভাগ আবাসিক হোটেলের  কক্ষ বুকিং হয়নি।

তিনি আরও বলেন, এবছর এমন পরিস্থিতি হবে কেউ ভাবতেও পারিনি। তবে তার দাবী রাজনৈতিক পরিবেশ ভালো থাকলে পর্যটকরা ভ্রমণে বের হতে উৎসাহ পায়। এজন্য তারা পর্যটন বান্ধব পরিবেশ তৈরী করতে সকলের প্রতি আহবান জানান।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি
ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ নারী আটক
যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত
চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
ফ্যাসিস্ট নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close