সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
কুমিল্লায় শিক্ষকদের ওপর মাদকসেবীদের হামলার অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষকদের ওপর মাদকসেবীদের হামলার অভিযোগ উঠেছে। এ সময় শিক্ষকদের উদ্দেশ্য করে মাদকসেবীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে পুলিশ বলছে ককটেল নয় সেগুলো পটকা বাজি ছিল।

সোমবার (০৯ ডিসেম্বর) রাত ৯টায় কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখার নতুন ১০তলা ভবন ও আখতার হামিদ খান ভবনের সামনে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করে। যারা রাতজুড়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে। দীর্ঘদিন ধরে এসব চলে আসছিল। নতুন অধ্যক্ষ আসার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। এতেও কাজ না হলে গত চারদিন ধরে শিক্ষকরা সেখানে ব্যাডমিন্টন খেলা শুরু করে। ফলে মাদকসেবীরা সেখানে প্রবেশ করতে পারছিলনা।

কলেজ সূত্রে জানা যায়, সোমবার রাতে শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় খেলার মাঠে আসেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা। রাত ৯টার কিছু সময় আগে তিনি বের হতে না হতেই কয়েকটি ককটেল ক্যাম্পাসের বাইরে থেকে এসে খেলার মাঠে পড়ে। এসময় ধোঁয়ায় ছেঁয়ে যায় চারপাশ। দিশেহারা শিক্ষকরা দিগবিদিগ ছুটাছটি শুরু করেন। পরে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণ নেয়।

এ ঘটনায় কেউ আহত না হলেও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানান কয়েকজন শিক্ষক।

শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, কয়েকদিন আগে কলেজ প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষেধ করে। সম্প্রতি শিক্ষকরা রাতে সেখানে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে। গত চার দিন ধরে খেলছিল। আজ যখন অধ্যক্ষ স্যার গেলেন আমরাও সেখানে যাই। স্যারও আমাদের সাথে খেলা শেষ করে ৯টার কিছু সময় আগে বের হয়ে যাচ্ছিলেন। তখনো কয়েকজন শিক্ষক খেলছিলেন। আমি কলেজ থেকে বের হয়েই বিকট কয়েকটি শব্দ পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি এই অবস্থা। শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ধারণা করছি যারা কলেজে মাদক সেবন করতে পারছিল না এসব বহিরাগতরাই এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কলেজে বহিরাগত ছেলেরা ঢুকতে পারছিল না, তাই তারা পটকা ফাটিয়েছে বলে শুনেছি। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। ভিক্টোরিয়া কলেজে ও আশপাশে পুলিশের কঠোর নজরদারী রয়েছে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ   হামলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close