ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা শুনে অনেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন লিভার, কিডনি ও ফুসফুস দিতে। মানুষ আপসহীন নেত্রীর প্রতি নিঃস্বার্থভাবেই এই ভালোবাসা দেখিয়েছেন।”
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম এবং দোয়া মাহফিলে মাজেদ বাবু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তৃণমূলের অহংকার ও সারা দেশের আপসহীন নেত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাৎ বরণের পর থেকেই বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির হাল ধরেন। তিনি তার আপসহীন মনোভাব দিয়ে তৎকালীন স্বৈরশাসক এরশাদকে রুখেছেন। এরপর গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছেন। অন্যায়, নির্যাতন এবং দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গিয়েছেন। তিনি বিনাদোষে বৃদ্ধ বয়সে সাড়ে সাত বছর জেল খেটেছেন। তবুও তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপস করেননি। এজন্য দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি শ্রদ্ধার মানুষ।”
মাজেদ বাবু বলেন, “যতদিন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলা হবে ততদিন বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। বেগম খালেদা জিয়ার এই আপসহীনতার কারণেই দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্য থেকেও অনেকেই তার অসুস্থতার কথা শুনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন লিভার, কিডনি ও ফুসফুস দিতে। বেগম খালেদা জিয়াকে মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসি। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন। সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।”
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, মো. আহসান পারভেজ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির আহ্বায়ক মো. সায়েদুল হক, সদস্য সচিব মো. নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, মো. হায়দার আলী প্রমুখ।
কেকে/ আরআই